হরতাল


সঞ্জয় সরকার
কাহারবা নয়, দাদ্রা নয়
নয় খেমটা তাল
এমন একটি তাল’-এর নাম
হরতাল! হরতাল!

এই তালে গান হয় না
হয় না কোনো নাচÑ
এই তালে ঝনঝনিয়ে
ভাঙ্গে গাড়ির কাঁচ

এই তালটির অপর নাম
জ্বালাও এবং পোড়াওÑ
হাতবোমা ও ককটেলে
লাল-রং টেপ মোড়াও

এই তালটির নাম দেয়া যায়
রাজনৈতিক ক্রোধ
ধরপাকড়, জঙ্গী মিছিল
রাস্তা অবরোধ

কিন্তু যারা আমজনতা
চায় না এমন তাল
তাদের চাওয়াÑ শান্তি-সুখে
কাটুক দেশ ও কাল