মা মাটি ভাষা

আনোয়ার হাসান
আমার ভাষা, বাঙলা ভাষা
বাঙলা আমার মা

ভাষা মায়ের প্রাণের সূধা
কোথাও পাবে না

জন্মধাত্রী মা জননী
গর্ভে দিলেন ঠাঁই
ভাষা মাতা জবান দিলেন
তুলনা তার নাই

মাতৃভাষা মাতৃভূমি
জন্মধাত্রী মা
তিন মা মিলে গড়ে তুলেন
আমার চেতনা।