সঞ্জয় সরকার
একটা মেয়ে বাসে চড়ে
কোথায় যেন যাচ্ছিল
জানালাটার পাশ ধরে
চিনা বাদাম খাচ্ছিল।
একটা ছেলে তাকে দেখে
ভীষণ মজা পাচ্ছিল
লাজুক রাঙা চোখে চোখে
কী যেন সে চাচ্ছিল।
খানিক পর ছেলে-মেয়ে
দু’জনাই যে হাসছিল
দুজনকি দু’জনাকেই
ভাল-টাল বাসছিল?
ভেবে ভেবে এই মন
সারাক্ষণ কাঁপছিল
হৃদয়ে তখন খুব
প্রেসারের চাপছিল।