আনোয়ার হাসান
স্বাধীনতা স্বাধীনতা
সবাই বলে স্বাধীনতা
স্বাধীনতা কী মা ?
ওরে বোকা,স্বাধীনতা !
নিজেই নিজের অধীনতা
কেন বোঝ না।
পাখি যেমন ডানা মেলে ওড়ে
নীলাকাশের বুকে
ফুলগুলি সব পাপড়ি মেল ধরে
অন্যরা সব গন্ধ নিয়ে শুকে ।
তেমন করে তুমিও যদি বাছা
মেলে ধরে মনের বন্দি খাঁচা
তুমিই হবে স্বাধীন যুবরাজ।
একাত্তর যে শিশুটি জীবন দিয়ে গেলে
সেই তো স্বাধীন সার্বভৌম ছেলে
নইলে তুমি জীবন পেতে আজ?